কক্সবাজারের আবাসিক হোটেল খুলছে আজ

করোনার কারণের তিন মাস বন্ধ থাকার পর সীমিত আকারে পর্যটনের হোটেলগুলো খুলে রাখা সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (২৪ জুন) থেকে খুলছে কক্সবাজারে পর্যটনের হোটেল, মোটেল, কটেজ ও রেস্টুরেন্টগুলো।

তবে হোটেল খোলা থাকলেও কোন পর্যটক রুম পাবেন না। ৫০ শতাংশ বুকিং এর পাশাপাশি কোন পর্যটককে রুম ভাড়া দেওয়ার ক্ষেত্রে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা।

শুধুমাত্র বিশেষ প্রয়োজনে জরুরি কোন কাজে যারা কক্সবাজার যাবেন শুধু তারাই এই আবাসিক হোটেল গুলোতে রুম ভাড়া করে অবস্থান করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই স্বাস্থবিধি কঠোরভাবে পালন করার নির্দেশনা রয়েছে।

এদিকে, হোটেল খুললেও যাওয়া যাবে না সমুদ্র সৈকতে। যথারীতি বন্ধ থাকবে কক্সবাজারের পর্যটন স্পটগুলো।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.