১৬ কোটি টাকা বিনিয়োগ করবে সিনোবাংলা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একারণে কোম্পানিটি মূলধনী মেশিারিজ কিনতে ১৬ কোটি ৮১ লাখ ৫ হাজার টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি মাসে ১৫০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা বাড়াবে। একারণে কোম্পানিটি কিছু মূলধনী যন্ত্রপাতি কিনবে। যেমন- টেপ এক্সট্রশন লাইন লুম মেশিন, নিডল লুমস, ফিলার কোর্ড, ওয়াটার সিলার মেশিন এবং একটি রো মেটিরিয়াল ওয়ারহাউজ নির্মার্ণ করবে।

একারণে কোম্পানিটি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির এই প্রকল্পে কিছু নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করা হবে। আর কিছু অংশ ব্যাংক ঋণের মাধ্যমে অর্থায়ন করা হবে।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.