জনপ্রশাসনে বরাদ্দ বেড়েছে

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য চলতি অর্থবছরে বরাদ্দ তিন হাজার ৭৫৮ কোটি টাকা, যা গত অর্থবছরে ছিল তিন হাজার ৩৩০ কোটি টাকা। গত অর্থবছরের তুলনায় বরাদ্দ বেড়েছে ৪২৮ কোটি টাকা।

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মন্ত্রিপরিষদ বিভাগের জন্য ২৩৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, যা গত অর্থবছরে ছিল ২৫৮ কোটি টাকা।

আর জনপ্রশাসনের অধীন সরকারি কর্ম কমিশনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১১৫ কোটি টাকা, যা গত অর্থবছরে ছিল ১০৪ কোটি টাকা।

বৃহস্পতিবার (০৩ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এসব প্রস্তাব করেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে চলতি অর্থবছরের বাজেট অনুমোদন দেওয়া হয়।

২০২১-২২ অর্থবছরের জন্য ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

নতুন অর্থবছরের বাজেট বিগত অর্থবছরের তুলনায় ৩৫ হাজার ৬৮১ কোটি টাকা বেশি। ২০২০-২০২১ অর্থবছরে বাজেটের আকার ছিল ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.