চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ বৃহস্পতিবার

আজ মঙ্গলবার (১১ মে) সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে দেশটিতে আগামীকাল ১২ মে, বুধবার ঈদ হচ্ছে না। আগামী পরশু (বৃহস্পতিবার, ১৩ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।

আজ সন্ধ্যায় সৌদি আরবের সুপ্রিম কোর্ট এই ঘোষণা দিয়েছে।

খবর গালফ নিউজ ও খালিজ টাইমসের

আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। ধনী-গরিব নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায় ঈদ। এটি কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না, বরং এর মধ্য দিয়ে উদ্ভাসিত হয় ইসলামের সাম্যের সৌন্দর্য।

এদিকে বাংলাদেশে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল বুধবার (১২ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মসজিদের সভাকক্ষে অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা জানাতে অনুরোধ জানিয়েছে। টেলিফোন নম্বরগুলো হলো, ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।

বুধবার চাঁদ দেখা গেলে দেশে বৃহস্পতিবার ঈদ উদযাপিত হবে। আর কাল চাঁদ দেখা না গেলে ঈদ পালন করা হবে বৃহস্পতিবার।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। তাই ব্যতিক্রম কিছু না হলে আমাদের ঈদ হওয়ার সম্ভাবনা বেশি আগামী শুক্রবারে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.