সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা বন্ধ করতে আইনি নোটিশ

আদালতের রায় উপেক্ষা করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রেস্টুরেন্ট তৈরির জন্য গাছ কাটা বন্ধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষসহ তিনজনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৬ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ এই নোটিশ পাঠান।

মনজিল মোরসেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদালতের রায় উপেক্ষা করে সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে ব্যবসায়িক স্বার্থে রেস্টুরেন্ট/দোকান প্রতিষ্ঠার জন্য পরিবেশ ধ্বংস করে অনেক গাছ কেটে ফেলা হয়েছে। সে প্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, গণপূর্ত বিভাগের চিফ ইঞ্জিনিয়ার মো. শামিম আখতার এবং চিফ আর্কিটেক্ট অব বাংলাদেশ মীর মনজুর রহমানকে আজ মেইল যোগে ৪৮ ঘণ্টার সময় দিয়ে নোটিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নোটিশে সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে গাছ কাটা বন্ধ করে রেস্টুরেন্ট/দোকান স্থাপনের কার্যক্রম বাতিল করার জন্য বলা হয়েছে। অন্যথায় আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.