অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

করোনা মহামারির থাবায় বিপর্যস্ত ভারত। এ অবস্থায় অর্নিদিষ্টকালের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। অথবা বলা যায় স্থগিত করে দিতে বাধ্য হয়েছে তারা। কারণ দেশটিতে করোনার বর্তমান পরিস্থিতিতে আইপিএল আয়োজন ইতোমধ্যে সমালোচনার জন্ম দিয়েছে। এমনকি দেশটির কিছু গণমাধ্যম আইপিএলের খবর বর্জনের হুমকিও দেয়।

জনপ্রিয় ক্রিকেটভিত্তক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে এ খবর। অপেক্ষা করা হচ্ছে, আইপিএল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার। আজ মঙ্গলবার (০৪ মে) দুপুরের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।

গত কিছুদিন ধরেই করোনা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ভারত। তার প্রভাব পড়েছে আইপিএলেও। একের পর এক ক্রিকেটার আক্রান্ত হচ্ছেন করোনায়। তারপরও সমালোচনা-বিতর্ক উড়িয়ে চলছিল ২০ ওভারের এই ফ্রাঞ্চাইজি ক্রিকেট। কিন্তু মঙ্গলবার দুপুরে আইপিএল স্থগিতের ঘোষণা এসেছে।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.