দাবদাহের প্রকোপ কমে বৃষ্টির সম্ভাবনা

দেশের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, শনিবার (০১ মে) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আশার কথা হলো, এপ্রিলের শেষাংশে দাবদাহের প্রকোপ কমতে পারে।

শুক্রবার (৩০ এপ্রিল) রাতে বেশকিছু এলাকায় বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কমতে শুরু করেছে। শনিবার সকালের পর থেকে আরও কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে। কুষ্টিয়া ও কুমিল্লা অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশের দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ছিল। গত ২৪ ঘণ্টা ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজশাহী, গোপালগঞ্জ, মাদারীপুরসহ একাধিক এলাকায় ৩৭ ডিগ্রির ওপরে তাপমাত্রা বয়ে গেছে। পাশাপাশি একাধিক এলাকায় ৩৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, শনিবার সকালের পর থেকে কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.