ভারতের ৩০ সেকেন্ডের যে ভিডিও কাঁপিয়ে দিয়েছে বিশ্বকে

করোনা মহামারির বর্তমান পরিস্থিতিতে মানবিক বিপর্যয়ের চূড়ান্ত রূপ দেখছে ভারত। দেশটির অন্ধ্রপ্রদেশের একটি ছোট্ট ভিডিও ক্লিপও শেষতক কাঁপিয়ে দিলো সবার অন্তরাত্মা। কোভিডের ভয়াবহতা কতোটা হাহাকার ডেকে আনতে পারে তারই নজির দেখা গেলো রাজ্যের শ্রিকাকুলাম শহরে।

করোনা টেস্টের রিপোর্ট পাওয়ার আগেই হাসপাতালের সামনে শ্বাসকষ্টে মারা যান পঞ্চাশোর্ধ্ব এক নারী। মরদেহ নেওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেও মেলেনি একটা অ্যাম্বুলেন্স। করোনায় মারা যাওয়া লাশ বহনে নারাজ অন্য গাড়িচালকরাও। মৃত নারীর সঙ্গে থাকা সন্তান ও জামাতার সম্বল বলতে একখানা মোটরসাইকেল। উপায় না দেখে সেই মোটরসাইকেলের মাঝেই মায়ের লাশটাকে কোনোরকম বসিয়ে চললেন শ্মশানঘাটের উদ্দেশ্যে।

ভারতজুড়ে অক্সিজেনের পাশাপাশি অ্যাম্বুলেন্সেরও ভয়াবহ সংকট চলছে। প্রতিদিন করোনায় আক্রান্ত হয়ে গড়ে মারা যাচ্ছে আড়াই থেকে তিন হাজার মানুষ। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে তিন লাখ।

সূত্র: এনডিটিভি।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.