করোনায় এনআইএলএমআরসির পরিচালক ডা. শামসুজ্জামানের মৃত্যু

ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের (এনআইএলএমআরসি) প্রথম পরিচালক অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (২৪ এপ্রিল) সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

গত ৮ এপ্রিল অধ্যাপক ডা. একেএম শামসুজ্জামান খানের করোনা শনাক্ত হয়। ১০ এপ্রিল শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভারে ভর্তি হন তিনি। ওইদিনই তাকে আইসিইউতে নেওয়া হয়। মাঝে অবস্থার অবনতি হলে তাকে তিন দিন লাইফ সাপোর্ট দেওয়া হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

শনিবার সকাল সাড়ে ১০টায় শেরে বাংলা নগরে এনআইএলএমআরসিতে তার মরদেহ নেওয়া হয়। সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

অধ্যাপক ডা. একেএম শামসুজ্জামান ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার প্রতিষ্ঠার শুরু থেকে পরিচালকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার (সিডিসি) পরিচালক এবং রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.