লকডাউনে জরুরি প্রয়োজনে ভারতের ভিসা নেওয়া যাবে

করোনা মহামারির কারণে চলমান লকডাউনের মধ্যে জরুরি প্রয়োজনে ভারতে যাওয়ার ভিসা নেওয়া যাবে। তবে জরুরি ভিসা ছাড়া ভারতীয় অন্যসব ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম স্থগিত থাকবে।

আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকার ২২ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোয় জরুরি ভিসা ছাড়া বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম স্থগিত রয়েছে।

প্রয়োজনে ইমেইল করতে অনুরোধ করা হয়েছে visahelp.dhaka@mea.gov.in

এর আগে প্রথম দফার লকডাউনেও গত ১৪-২১ এপ্রিল ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ছিল।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.