‘প্রয়োজনে ঈদের আগে লকডাউন শিথিল’

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলছে আটদিনের সর্বাত্মক লকডাউন। বিশেষজ্ঞদের পরামর্শে এ লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর চিন্তা ভাবনা করছে সরকার বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

একইসঙ্গে জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলেরও চিন্তাভাবনা করছে বলে জানান সেতুমন্ত্রী।

আজ সোমবার (১৯ এপ্রিল) রাজধানীর সরকারি বাসভবন থেকে দেওয়া ভিডিওবার্তায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

গত ১৪ এপ্রিল সারাদেশে শুরু হওয়া এ সর্বাত্মক লকডাউন চলবে ২১ এপ্রিল পর্যন্ত।

এর আগে, রোববার (১৮ এপ্রিল) রাতে এক ভার্চুয়াল বৈঠকে করোনা ভাইরাস সংক্রমণ রোধে আরও এক সপ্তাহের জন্য ‘সর্বাত্মক লকডাউন’ আরোপের সুপারিশ করে কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। প্রস্তাবিত এই লকডাউন শেষ হওয়ার আগে সংক্রমণের হার বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ারও পরামর্শ দেয় কমিটি।

পরামর্শক কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় কারিগরি পরামর্শক কমিটি কমপক্ষে দুই সপ্তাহের জন্য পূর্ণ লকডাউন সুপারিশ করেছিল। কমিটি মনে করে, ‘বৈজ্ঞানিকভাবে দুই সপ্তাহের কম লকডাউনে কার্যকর ফলাফল আশা করা যায় না।’

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.