লভ্যাংশ ঘোষণা করেছে উত্তরা ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান উত্তরা ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডাদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। সর্বশেষ হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

আলোচিত বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ লভ্যাংশ দেবে। এরমধ্যে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ।

বৃহস্পতিবার (০৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২০ মে ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ মে।

অর্থসূচক/আরএ/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.