ভারতে করোনা পরিস্থিতির ব্যাপক অবনতি, একদিনে ১ লাখের বেশি আক্রান্ত

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে বিপর্যস্ত ভারত। দেশটিতে একদিনেই এক লাখের বেশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে, যা এ যাবৎকালে দেশটিতে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। এটি ২৪ ঘণ্টায় বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ডও।

ভারতের আগে একমাত্র যুক্তরাষ্ট্রে একদিনে এক লাখের বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় ভারতে ১ লাখ ৩ হাজার ৮৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ভারতের রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্রে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে করোনা। রোববার (০৪ এপ্রিল) শনাক্তদের মধ্যে ৫৭ হাজার ৭৪ জনই মহারাষ্ট্রের।

করোনার প্রথম ঢেউয়ের সময় গত বছরের ১৭ সেপ্টেম্বর ভারতে একদিনে ৯৮ হাজার ৭৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছিল। এরপর রোববারই সর্বোচ্চ আক্রান্ত হলো।

ভারতে সাত দিনে গড় আক্রান্তের সংখ্যাও বেড়ে গেছে প্রায় সাত গুণ। ১১ ফেব্রুয়ারি এ গড় যেখানে ছিল ১১ হাজার ৩৬৪ জন, এপ্রিলের ৪ তারিখে তা পৌঁছেছে ৭৮ হাজার ৩১৮ জনে। মহামারি শুরু হওয়ার পর এটাই এ গড়ের সর্বোচ্চ উল্লম্ফন। এছাড়া রোববার সক্রিয় রোগীর সংখ্যাও একদিনে বেড়েছে ৫০ হাজারের বেশি।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রোববার ভারতে ৪৭৭ জনের মৃত্যু হয়েছে। গত ৫ দিনে প্রতিদিনই ভারতে চারশ’র বেশি মানুষ মারা গেছেন। শনিবার মারা যান ৫১৪ জন।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.