মিয়ানমারের অনুষ্ঠানে অংশ নেওয়ার ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবসে বাংলাদেশের প্রতিনিধির অংশ নেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (৩১ মার্চ) ডি-৮ সম্মেলন নিয়ে আয়োজিত এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এক প্রশ্নের মুখোমুখি হয়ে ব্যাখ্যা দেন তিনি।

ড. মোমেন বলেন, মিয়ানমারের সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে শুধু বাংলাদেশের ডিফেন্স অ্যাটাশে যাননি, সেখানে আরও ৮টি দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারকে আমরা পর্যবেক্ষণে রেখেছি। তবে এটা (সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে অংশগ্রহণ) নিয়ে যারা হৈ চৈ করছেন, তারা কিন্তু রোহিঙ্গাদের সঙ্গে ব্যবসা বন্ধ করেননি। সেখানে ২৫ হাজার রোহিঙ্গা মারা গেল, নির্যাতন হলো, তখন তো তারা মিয়ানমারকে বয়কট করেননি।

গত ২৭ মার্চ মিয়ানমারের সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভিয়েতনাম, লাওস ও থাইল্যান্ড অংশ নেয়। মিয়ানমারের সামরিক সরকারের আমন্ত্রণে অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় সমালোচনা শুরু করে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.