১৪৮ নয়, বাংলাদেশের লক্ষ্য ১৭০

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজও বড় ব্যবধানে হেরে শুরু করেছে বাংলাদেশ। এছাড়া কিউইদের মাটিতে ৩১ ম্যাচ খেলে ফেললেও এখনও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এমন পরিসংখ্যান সামনে রেখেই আজ (৩০ মার্চ) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজে ফেরার লড়াইয়ে ব্যস্ত বাংলাদেশ।

এদিন ইডেন পার্কে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান মাহমুদউল্লাহ রিয়াদ। ক্রিজে নেমে দুই ওপেনার মার্টিন গাপটিল এবং ফিন অ্যালেনের ব্যাটে দারুণ শুরু কিউইদের। চতুর্থ ওভারে তাসকিন আহমেদের ওভারে আরও আক্রমণাত্মক এই জুটি। মাহমুদউল্লাহর হাতে জীবন পেলেও ওভারের শেষ বলে নাইম শেখের হাতে ধরা পরলেন অ্যালেন। ১০ বলে ১৭ রানে এই ওপেনারের বিদায়ের পর পাওয়ার প্লে’র শেষ বলে আবারও স্কোরবোর্ডে নাম লেখালেন তাসকিন। তবে এবার ফিল্ডার হিসেবে।

সাইফউদ্দিনের পায়ের কাছে করা বলকে অনায়েসে ফ্লিক করে বাউন্ডারিতে পাঠাতে চেয়েছিলেন গাপটিল। কিন্তু তাসকিনের অসাধারণ ক্যাচে ডাগআউটে ফিরতে হয় তাকেও। ১৮ বলে ২১ রানে ফেরেন এই ওপেনারও। এরপরের অভারের প্রথম বলে কনওয়ে ফেরেন শরিফুলকে পুল করতে গিয়ে। ৯ বলে ১৫ রান করে ফর্মে থাকা এই ব্যাটসম্যান বিদায় নিলে ক্রিজে আসেন উইল ইয়ং এবং গ্লেন ফিলিপ্স। দলীয় ১০০’র আগে শেখ মেহেদিকে এগিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পিং হন ইয়াং। ১৪ রানে ফিরেন তিনি।

এর খানিক পরই ম্যাচে হানা দেয় বৃষ্টি। মিনিট দশেক পর আবারও খেলা শুরু হলে মেহেদি হাসানের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন মার্ক চাপম্যান। ৫ উইকেট হারালেও গ্লেন ফিলিপ্স এবং ড্যারেল মিচেলের হাতে দলীয় ১৫০ পার করে নিউজিল্যান্ড। ২৭ বলে ফিলিপ্স তুলে নেন হাফ সেঞ্চুরি। গ্লেন ফিলিপ্সের ঝড় হাফ সেঞ্চুরিতে বড় স্কোরের সুবাস পাচ্ছিল নিউজিল্যান্ড। কিন্তু বৃষ্টির বাঁধায় ১৭.৫ ওভারে ১৭৩ রানে থামতে হয় স্বাগতিকদের। ফলে বৃষ্টি আইনে প্রাথমিকভাবে জানানো হয়েছে ১৬ ওভারে ১৪৮ রান করতে হবে বাংলাদেশকে। কিন্তু ভুল শুধরে লক্ষ্য বদলানো হয়েছে। বাংলাদেশকে ১৭০ রান করতে হবে আজ।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.