সিএমজেএফ সদস্য নিয়াজ মাহমুদকে মামলার হুমকির নিন্দা

ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার ও ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টস ফোরামের সদস্য রিপোর্টার নিয়াজ মাহমুদকে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলার হুমকি দিয়েছে এলআর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। রোববার ঢাকা ট্রিবিউনে এ সংক্রান্ত লিগ্যাল নোটিশ পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।

নিয়াজ মাহমুদের বিরুদ্ধে মামলার হুমকীর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ)।

সিএমজেএফ সভাপতি হাসান ইমাম রুবেল ও সাধারণ সম্পাদক মনির হোসেন এক বিবৃতিতে বলেন, আমরা মনে করি এ ধরনের হুমকি মুক্ত ও স্বাধীন গণমাধ্যম বিকাশের অন্তরায়। এছাড়াও এটি সংবাদপত্রের স্বাধীনতা সংক্রান্ত সাংবিধানিক অধিকারের পরিপন্থী। এছাড়াও শুরু থেকেই সাংবাদিকরা ডিজিটাল নিরাপত্তা আইনের বিরোধিতা করে আসছে। ফলে এল আর গ্লোবালের এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে গণমাধ্যমের স্বার্থে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে সিএমজেএফে। পাশাপাশি নিয়াজ মাহমুদকে অভয় দিচ্ছি, সদস্যদের পেশাগত যে কোনো সমস্যায় পাশে থাকবে সংগঠন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.