সাইনবোর্ডে বিজিবির সঙ্গে হেফাজত কর্মীদের সংঘর্ষ

ঢাকা-চট্টগ্রামের প্রবেশমুখ সাইনবোর্ড এলাকায় মহাসড়কে অবস্থান নেয়া হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে নিরাপত্তাবাহিনী।

আজ (২৮ মার্চ) সকাল থেকে বিদ্যুতের খুঁটি ফেলে ও টায়ার জ্বালিয়ে মহাসড়কটি অবরোধ করে রাখে তারা।

সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও শুরুতে তাঁদের কর্মসূচিতে বাঁধা দেননি। পরে সেখানে বিজিবি সদস্যরা যাওয়ার পর হরতাল সমর্থকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানায় নিরাপত্তাবাহিনী। একপর্যায়ে ফাঁকা গুলি ছুড়ে বিজিবির সদস্যরা। এ সময় উভয়পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় একজন হেফাজত কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, সকাল ১০টায় সাইনবোর্ড মহাসড়ক থেকে পুলিশ হরতাল সমর্থকদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। হরতাল সমর্থকরা নিরাপত্তা বাহিনীর ওপর ইট ছুড়লে পুলিশও ফাঁকা গুলি ছোড়ে। তবে তারা মহাসড়ক থেকে সরবেন না বলে ঘোষণা দেন। পর সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.