স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রিন্স চার্লসের অভিনন্দন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স চার্লস। বৃহস্পতিবার (২৫ মার্চ) এক ভিডিও বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের নবম দিন আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে এই ভিডিও বার্তাটি প্রচার করা হয়।

ভিডিও বার্তায় প্রিন্স চার্লস বলেন, ‘আমরা সব সময় পরস্পরের অংশীদার থাকবো।’

তিনি বলেন, ‘গত ৫০ বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং ৩০ বছরে ৫০ লাখ মানুষের দারিদ্র্য বিমোচন হয়েছে। এছাড়া সামাজিক সূচকে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে।’ তিনি আরও বলেন, ‘যুক্তরাজ্যের ছয় লাখ বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক দুই দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে দায়িত্ব পালন করছেন।’

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.