ঢাকা ছাড়লেন নেপালের রাষ্ট্রপতি

দু’দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী। মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে তিনি ঢাকা ছাড়েন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেপালের রাষ্ট্রপতিসহ সফরসঙ্গীদের বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

গত সোমবার (২২ মার্চ) দু’দিনের সফরে ঢাকায় আসেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী। ঢাকা সফরকালে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে প্যারেড স্কয়ারে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী।

ঢাকা সফরকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন তিনি।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গত সোমবার দু’দিনের সফরে ঢাকায় আসেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.