ম্যাচটা জিতলে আরও ভালো লাগতো: মেহেদী

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে ডানেডিনের উইকেটে মাত্র ১৩১ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। এই পরাজয়ের ফলে চারদিকেই চলছে বাংলাদেশ দলের সমালোচনা। এদিকে প্রথম ম্যাচে পরাজয়ের পর টাইগার অধিনায়ক তামিম ইকবালও বলেছিলেন ১৩০ রান করার মতো নয় তার দল।

এবার তার কথার সঙ্গে মিল রেখে ওই ম্যাচে অভিষেক ঘটা শেখ মেহেদী হাসান বলেন, ‘আমাদের দলটা আসলে এরকম না। ওটা একটা খারাপ দিন ছিল, কেউ ভালো করতে পারেনি। তাই আমরা ভুলে যাচ্ছি সামনের আমাদের ম্যাচ আছে ওইটার দিকে মনযোগ দিচ্ছি। ইনশাআল্লাহ খুব ভালো হবে আমাদের টিম কম্বিনেশন খুব ভালো আছে। হ্যাঁ, টিম কন্বিনেশন অনুযায়ী পারফর্ম করলে ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে।’

ডানেডিনের উইকেটে যখন ট্রেন্ট বোল্ট-কাইল জেমিসনের গতি আর সুইংয়ে ব্যর্থ টপ অর্ডারের ব্যাটসম্যানরা। তখন আট নম্বরে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে দ্বিতীয় বলেই ছক্কা হাকিয়ে বসেন মেহেদী। ম্যাচটি না জিতলেও সেই মুহূর্তটা প্রসঙ্গে এই অলরাউন্ডার বলেন, ‘একজন ক্রিকেটারের অভিষেক ম্যাচটা সবসময় খুব স্মরণীয় হয়ে থাকে। এত বছর কষ্ট করে ক্রিকেট খেলছি তো আমার আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচটা ওয়ানডেতে। এটা অবশ্যই ম্যাচটা জিতলে হয়ত বা আরও ভালো লাগতো। আমরা হয়তো ভালো রেজাল্ট করি নাই শেষ ম্যাচে।’

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.