২০ টাকায় মেকাপ

লাইট ক্যামেরায় বন্দি তারকাদের জীবন। মেকআপের কারণে তারা ব্যক্তিগত জীবনের অনেক সত্য লুকিয়ে রাখেন। চলচ্চিত্রের অনেক শিল্পী শুধু ক্যারিয়ারের কথা ভেবে সংসারজীবন পর্যন্ত আড়াল রাখেন। দিনশেষ ‘মেকআপ’ তুলে সবাইকে ফিরতে হয় আপন ঠিকানায়। যেখানে মেকআপ থাকে না, থাকে শুধু সত্য। এমন বিষয় নিয়ে ‘মেকআপ’ সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা অনন্য মামুন।

তিনি জানান, সেলিব্রিটি প্রডাকশনের ব্যানারে নির্মিত এ সিনেমায় ব্যয় হয়েছে প্রায় তিন কোটি টাকা। রোববার (২১ মার্চ) রাত ৮ টায় ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাচ্ছে সিনেমাটি। মাত্র ২০ টাকায় পুরো সিনেমাটি একবার দেখা যাবে। কিন্তু পুরো মাস দেখতে হলে আই থিয়েটার সাবস্ক্রাইব করতে হবে ১৫০ টাকায়।

‘মেকআপ’ সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান, জিয়াউল রোশান, নিপা আহমেদ রিয়েলি, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জি, বিশ্বনাথ। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চেয়েছিলেন অনন্য মামুন। কিন্তু সেন্সর বোর্ডের আপত্তি থাকায় বাধ্য হয়ে ওটিটিতে মুক্তি দিতে হচ্ছে।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি সিনেমাটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। এ সিনেমায় চলচ্চিত্র শিল্পের মানুষকে খারাপভাবে উপস্থাপন করা হয়েছে। ইন্ডাস্ট্রির বিরুদ্ধের সিনেমা এটি। এমন কারণ দেখিয়ে এটিকে ‘প্রদর্শনযোগ্য নয়’ উল্লেখ করেছিল সেন্সর বোর্ড।

অর্থসূচক/এএ/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.