করোনায় আরও ২৬ জনের মৃত্যু, শনাক্ত ১৮৬৮

মহামারি করোনার তাণ্ডব যেন থামছেই না। টানা কয়েকমাস বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশে করোনার প্রকোপ কিছুটা কমলেও ফের হঠাৎ করেই বেড়ে গেছে প্রকোপ। বিগত কয়েকদিন ধরে দেশে করোনা রোগী শনাক্তের হার উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় দেশে নতুন রোগী শনাক্ত কিছুটা কমলেও বেড়েছে মৃত্যু।

গত ২৪ ঘণ্টায় দেশে এক হাজার ৮৬৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আগের সাত দিনে দেশে যথাক্রমে ১৮৯৯, ২১৮৭, ১৮৬৫, ১৭১৯, ১৭৭৩, ১১৫৯ ও ১০১৪ জন রোগী শনাক্ত হয়।

সর্বশেষ তথ্য অনুসারে দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৬৮ হাজার ৭০৬ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১৯ হাজার ৯০০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর পরীক্ষাকৃত এসব নমুনার ৯ দশমিক ০৪ শতাংশের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

গতকাল দেশে ১৮ হাজার ৯১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট ৪৩ লাখ ৮৮ হাজার ১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর মোট পরীক্ষার ১২ দশমিক ৯৬ শতাংশ পজিটিভ।

আজ শনিবার (২০ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


একনজরে দেশের করোনার চিত্র

নতুন করে শনাক্ত হয়েছেন: ১৮৬৮ জন

মোট আক্রান্তের সংখ্যা: ৫৬৮৭০৬ জন

২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে: জনের

মোট মৃত্যু হয়েছে: ২৬ জনের

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন: ১৫৭৭ জন

মোট সুস্থ হয়েছেন: ৫২৪৭১৮ জন


গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৬ জন মারা গেছেন। গত বছরের ৩০ জুন দেশে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়েছিল। এরপর ২৬ জুলাই ও ২৬ আগস্ট দেশে দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু হয়। এর আগে গত ১৬ জুন করোনায় মারা যান ৫৩ জন।

গত সাত দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যথাক্রমে ১৮, ১৬, ১১, ২৬, ২৬, ১৮ ও ১২ জন।

সর্বশেষ তথ্য অনুসারে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৬৬৮ জনে। মোট শনাক্তকৃত রোগীর বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে আরও এক হাজার ৫৭৭ জন সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ২৪ হাজার ৭১৮ জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৫৬ শতাংশ।

অর্থসূচক/কেএসআর/এমএস 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.