বিশ্বে প্রথম করোনা এন্টিবডি নিয়ে শিশুর জন্ম

মহামারি করোনা ভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। ইতোমধ্যে টিকা প্রয়োগ শুরু হলেও অধিকাংশ দেশেই করোনার ফের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। এ অবস্থায় বিশ্বে প্রথমবারের মতো করোনা ভাইরাসের এন্টিবডি নিয়ে শিশুর জন্ম হয়েছে বলে দাবি করেছেন দুই শিশু বিশেষজ্ঞ।

গার্ডিয়ানের খবরে বলা হয়, দক্ষিণ ফ্লোরিডায় এক অন্তঃসত্ত্বা নারী করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা নিয়েছেন। সম্প্রতি ওই নারী সন্তান প্রসব করেন। ভূমিষ্ট হওয়ার সময় ওই শিশু করোনার এন্টিবডি নিয়ে জন্মগ্রহণ করেছে। এটি প্রথম করোনার এন্টিবডি নিয়ে জন্ম হওয়া প্রথম শিশু বলে দাবি করা হয়েছে।

দুই শিশু চিকিৎসক অপ্রকাশিত এক নিবন্ধে এমনটাই দাবি করেছেন। নিবন্ধটি এখনো পিয়ার-রিভিউ করা হয়নি।

দুই চিকিৎসক পল গিলবার্ট ও চ্যাড রুডনিক বলেন, ওই মা প্রথমসারির একজন স্বাস্থ্যকর্মী। তিনি জানুয়ারিতে ৩৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় মডার্নার টিকা গ্রহণ করেন।

তারা জানান, ওই নারী তিন সপ্তাহ পরে একটি কন্যা শিশুর জন্ম দেন। শিশুটির নাড়ীর রক্ত পরীক্ষা করে তাতে করোনা ভাইরাসের অ্যান্টিবডি শনাক্ত হয়।

নিবন্ধে বলা হয়, অতএব, মাতৃত্বকালীন ভ্যাকসিন গ্রহণের ফলে সার্স-কোভ-২ (করোনা ভাইরাস) এর বিরদ্ধে সুরক্ষা ও সংক্রমণ হ্রাসের সম্ভাবনা তৈরি হয়।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.