সংসদের দ্বাদশ অধিবেশন শুরু ১ এপ্রিল

চলতি একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হবে আগামী ১ এপ্রিল, বৃহস্পতিবার। ওইদিন সকাল ১১টায় অধিবেশন শুরু হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ সোমবার (১৫ মার্চ) এ অধিবেশন আহ্বান করেন বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।

গত ২ ফেব্রুয়ারি শেষ হয় সংসদের একাদশ অধিবেশন। সংবিধান অনুযায়ী সংসদের দুইটি অধিবেশনের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি থাকার সুযোগ নেই। যে কারণে এ অধিবেশন আহ্বান করা হয়েছে।

এ বিষয়ে রাষ্ট্রপতির নির্দেশনায় বলা হয়, ‘সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে আমি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, মো. আবদুল হামিদ, ১৪২৭ বঙ্গাব্দের ১৮ চৈত্র মোতাবেক ২০২১ খ্রিস্টাব্দের ১ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের দ্বাদশ (২০২১ খ্রিস্টাব্দের ২য়) অধিবেশন আহ্বান করছি।’

করোনা ভাইরাস মহামারিকালে স্বাস্থ্যবিধি মেনে এর আগের সংসদ অধিবেশনগুলো আয়োজন করা হয়।

এসব অধিবেশনে সামাজিক দূরত্ব বজায় রাখতে তালিকা করে দিন নির্ধারণ করে সংসদ সদস্যদের বসানো হয়। আইনপ্রণেতাদের করোনা ভাইরাস পরীক্ষাও করা হয়।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.