করোনার বছরে দেশে ৩১৪১২ জন বেশি মারা গেছেন

করোনায় বিপর্যস্ত বছর ২০২০ সালে আগের বছর ২০১৯ সালের চেয়ে দেশে ৩১ হাজার ৪১২ জন বেশি মারা গেছেন। এর মধ্যে কোভিড-১৯ এ ৮ হাজার ২৪৮ জন মারা গেছেন। এছাড়া আলোচ্য বছরে আত্মহত্যা করেছেন ১১ হাজার ২৫৯ জন।

আজ বুধবার (১০ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। বিবিএসের সংগৃহীত তথ্যের ভিত্তিতে এসব তথ্য জানান তিনি।

সচিব বলেন, ২০১৯ সালে দেশে ৮ লাখ ২২ হাজার ৮৪১ মানুষের মৃত্যু হয়েছে। ২০২০ সালে মৃত্যু হয়েছে ৮ লাখ ৫৪ হাজার ২৫৩ জনের। অর্থাৎ ২০১৯ এর তুলনায় ২০২০ সালে ৩১ হাজার ৪১২ জন বেশি মারা গেছেন।

বিবিএস সচিব জানান, করোনার আগের বছর অর্থাৎ ২০১৯ সালে হার্ট অ্যাটাকে ১ লাখ ৪৭ হাজার ২৫৯ জন মানুষের মৃত্যু হয়। যেখানে করোনার বছর ২০২০ সালে মৃত্যু হয়েছে ১ লাখ ৮০ হাজার ৪০৮ জনের। অর্থ্যাৎ করোনার বছরে আগের বছরের তুলনায় মৃত্যু বেড়ছে ৩৩ হাজার জনের বেশি।

এছাড়া ২০১৯ সালে হার্ট ডিজিজে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৬৭ হাজার ৭ জন। ২০২০ সালে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ২০৪ জন। তবে এক্ষেত্রে করোনার বছরে রোগী কমেছে ২৪ হাজারের বেশি।

বিবিএসের তথ্যে দেখা গেছে, ২০১৯ এবং ২০২০ সালে দেশে কোনো মানুষ এইচআইভি রোগে আক্রান্ত হননি।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.