টুইটারে আসছে ‘সুপার ফলো’ ফিচার

‘সুপার ফলো’ ফিচার নিয়ে আসার পরিকল্পনা করছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। সম্প্রতি বিনিয়োগকারীদের জন্য আয়োজিত এক ভার্চুয়াল আয়োজনে নিজেদের পরিকল্পনার কথা জানায় প্রতিষ্ঠানটি।

নতুন এ সুপার ফলো ফিচারের বদৌলতে বাড়তি টুইট পেতে পারেন ব্যবহারকারীরা। এমনকি কোনো কমিউনিটিতে যোগ দিতে পারেন বা নিউজ লেটার হাতে আসতে পারে তাদের। দীর্ঘ সময় পর এমন একটি পন্থার কথা জানাল টুইটার যা সাইটের ব্যবহারকারীদের অভিজ্ঞতায় প্রভাব ফেলবে।

সিসিএস ইনসাইটের বিশ্লেষক বেন উড বলেছেন, টুইটার প্রশ্নাতীতভাবে নতুন সেবার মাধ্যমে নতুন আয়ের কথা ভাবছে। যাদের যথেষ্ট পরিমাণ কনটেন্ট রয়েছে, তাদের জন্য এটি আকর্ষণীয়। কিন্তু আমার মনে হয় গড়পরতা টুইটার ব্যবহারকারীরা এ থেকে বড় মাপের আয় পাবেন না।

খবরটি টুইটার ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। টুইটারের এক মুখপাত্র জানিয়েছেন, চলতি বছরই সুপার ফলো ফিচারটি উন্মুক্ত হবে।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.