খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে তিন সংগঠনের শোক

প্রখ্যাত অর্থনীতিবিদ ও ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আইবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, আইবিএ অ্যালামনাই ক্লাব এবং বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়েশন।

আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় উক্ত সংগঠনগুলোর প্রেসিডেন্ট নাজমুল হাসান এমপি বলেন, ইব্রাহিম খালেদ তার দীর্ঘ ছয় দশকের কর্মময় জীবনে দেশের ব্যাংকিং ও আর্থিক খাতের উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। তার মৃত্যু দেশের অর্থনৈতিক খাতের জন্য একটি অপূরণীয় ক্ষতি।

ইব্রাহিম খালেদ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ছিলেন। এছাড়াও তিনি পূবালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক ও সোনালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি আইবিএ’র একজন প্রাক্তন শিক্ষার্থী ছিলেন এবং দীর্ঘদিন বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

সংগঠনের পক্ষ থেকে নাজমুল হাসান তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.