‘৩৬’ দুঃস্বপ্ন নয়, অভিজ্ঞতা!

আজ তৃতীয় টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। আহমেদাবাদের মতেরা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে ফ্লাড লাইটের আলোয়, খেলা হবে গোলাপি বলে। দিবা-রাত্রির টেস্টে অবশ্য দুই দলের অভিজ্ঞতাই খুব একটা সমৃদ্ধ নয়। এর আগে ইংল্যান্ড তিনটি দিবারাত্রির টেস্ট খেলেছে, ভারত খেলেছে মাত্র দুটি। তবে দুই দলেরই সর্বশেষ খেলা গোলাপি বলের টেস্ট ম্যাচে রয়েছে বেশ তিক্ত অভিজ্ঞতা।

অকল্যান্ডে নিজেদের খেলা সবশেষ দিবা-রাত্রির টেস্টে মাত্র ৫৮ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। ফ্লাড লাইটের আলোতে সেই ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত হতে হয়েছিল ইংলিশদের। অন্যদিকে ভারতকে লজ্জায় ফেলেছিল অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে ভারতের খেলা সর্বশেষ গোলাপি বলের টেস্টে বিরাট কোহলির দলকে ৩৬ রানে অলআউট করেছিল অজিরা।

উভয় দলই সর্বশেষ গোলাপি বলের টেস্টে তিক্ত অভিজ্ঞতা নিয়ে একে অপরের মুখোমুখি হবে। অবশ্য ভারত অধিনায়ক কোহলি বলেন, ইংল্যান্ডের ৫৮ রানে বা ভারতের ৩৬ রানে অলআউট হয়ে যাওয়ার ব্যাপারটি কোন দুঃস্বপ্ন নয়, বরং একটি অভিজ্ঞতা। যদি আপনি ইংল্যান্ডকে জিজ্ঞাসা করেন যে, তাঁরা আবার ৫০ রানে অলআউট হবে কিনা? তাঁদের উত্তর হবে, না। কারণ আপনি বুঝতে পারবেন যে, নির্দিষ্ট দিনে জিনিসগুলি একটি নির্দিষ্ট উপায়ে ঘটে। তখন আপনি যত কিছুই করুন না কেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কিছুই পক্ষে হবে না। অ্যাডিলেডে ঠিক তেমন কিছুর সম্মুখীন হয়েছিলাম আমরা।

ভারত অধিনায়ক আরও বলেন, ‘৪৫ মিনিটের সেই বাজে ক্রিকেটকে বাদ দিলে, সেই টেস্টেও আমরা প্রভাব বিস্তার করেছিলাম। গোলাপি বলে খেলার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী ছিলাম। অস্ট্রেলিয়াও যদিও বা পেসাররা বাড়তি সুবিধা পেয়ে থাকে, তবুও অজি বোলারদের আমরা চাপে রেখেছি। খেলাটাকে আমরা বেশ ভালোই বুঝেছিলাম। বাইরে থেকে বোঝার উপায় নেই যে ঐ মুহুর্তগুলোতে ড্রেসিং রুমে কি ঘটে। কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে কি ভুল করেছেন এবং সেই ভুলকে পেছনে ফেলে সামনে এগিয়ে যান। ঠিক সেই কাজটাই মেলবোর্নে করে দেখিয়েছে ভারত। এগুলো দুঃস্বপ্ন নয় অভিজ্ঞতা।’

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.