হল না ছাড়লে আইনানুগ ব্যবস্থা, পাল্টা কর্মসূচি শিক্ষার্থীদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবাসিক হলগুলোতে অবস্থানরত শিক্ষার্থীদের আজ সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় ১৯ মার্চ ২০২০ থেকে সরকারি নির্দেশে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও আবাসিক হল বন্ধ রয়েছে। গত ২০ ফেব্রুয়ারি কিছু শিক্ষার্থী সরকারের নির্দেশনা অমান্য করে জোরপূর্বক হলে অবস্থান নিয়েছে। শিক্ষার্থীদের ২২ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে নিজ উদ্যোগে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছেন, ‘আগামী ২৪ ঘন্টার মধ্যে আবাসিক হলে শিক্ষার্থীদের থাকার সুব্যবস্থা এবং গেরুয়া গ্যাং এর বিচার না করতে পারলে বিশ্ববিদ্যালয়ের সমস্ত অফিস, কোয়ার্টার, প্রক্টর স্যার, ভিসি ম্যামসহ সকল বাসায় তালা মেরে দেয়া হবে।‘

প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি হল খোলার দাবিতে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন। হল খুলে দেওয়ার ব্যাপারে প্রশাসন রাজি হয়নি। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নিজেরাই প্রতিটি হলের তালা ভেঙে ফেলেন। পরে ফের নতুন তালা লাগিয়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর ছাত্রদের আটটি হলে আবারও তালা ভেঙে ভেতরে অবস্থান নেন শিক্ষার্থীরা। তবে ছাত্রীদের আটটি হলে এখনও কোনো শিক্ষার্থী অবস্থান করছে না।

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.