আইপিএলের জন্য দেশের খেলা খেলবেন না সাকিব

নিউজিল্যান্ড সিরিজের পর এবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও খেলবেন না সাকিব আল হাসান। এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজের সময় দেশ সেরা অলরাউন্ডার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ব্যস্ত থাকবেন।

যে কারণে বোর্ডের কাছে ইতোমধ্যে তিনি শ্রীলঙ্কা সিরিজে না খেলার আবেদন করেছেন। সাকিব টেস্ট খেলতে না চাইলে বোর্ডও তাকে বাঁধা দেবে না বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সে (সাকিব) ইতোমধ্যে আমাদের একটি চিঠি দিয়েছে। যেখানে সে আইপিএলে অংশ নেওয়ার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ না খেলার কথা জানিয়েছে। আমরা তাকে অনুমতি দিয়েছি। যদি কেউ খেলতে না চায় (দেশের হয়ে টেস্ট) তাহলে কাউকে জোর করার কোন মানে নেই।’

এবাব কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলবেন তিনি। বৃহস্পতিবার অনুষ্ঠিত টুর্নামেন্টটির ১৪তম আসরের নিলামে ৩ কোটি ২০ লাখ রুপিতে তাকে কিনে নিয়েছে শাহরুখ খানের দল। ২০১১ থেকে ১৭ সালের পর আবারো সাকিব কলকাতার হয়ে আইপিএলে মাঠ মাতাতে যাচ্ছেন।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.