করোনার টিকা নিলেন মুক্তিযুদ্ধমন্ত্রী

করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে টিকা নিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং সচিব তপন কান্তি ঘোষ। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর সচিবালয় ক্লিনিকে তারা টিকা নেন।

টিকাগ্রহণ শেষে সাংবাদিকদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, সারাদেশে টিকদান কার্যক্রম চলছে। বীর মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দিয়ে প্রথম ধাপেই টিকা দেওয়া হচ্ছে।

বিভ্রান্তি ও অপপ্রচারে কান না দিয়ে তিনি বীর মুক্তিযোদ্ধাসহ সবাইকে করোনা টিকা নেওয়ার আহ্বান জানান।

এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান এবং সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী উপস্থিত ছিলেন।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.