‘বঙ্গবন্ধুর খুনে জড়িতদের কাউকেই রেহাই দেয়া হবে না’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধুর খুনের সাথে জড়িতদের কাউকেই রেহাই দেওয়া হবে না, তাদেরকে বিচারের আওতায় আনা হবে। প্রয়োজনে কমিশন গঠন করা হবে।

আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু হত্যার সাথে জিয়াউর রহমান, মুস্তাক শুধু নয় জাতীয় আন্তর্জাতিক ভাবে যারাই জড়িত তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।

এছাড়া চলতি সপ্তাহের মধ্যেই মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আগামী ২৬ মার্চের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এসময় ৩০ হাজার মুক্তিযোদ্ধার বাড়ি করে দেওয়ার কথাও জানান মন্ত্রী।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.