সপ্তাহজুড়ে সূচক কমলেও লেনদেন বেড়েছে

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে পার হয়েছে। তবে আলোচ্য সপ্তাহে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে ৮.৯ শতাংশ লেনদেন বেড়েছে। আর সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ২ শতাংশ কমেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে ৪ হাজার ৮৬ কোটি ১২ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহের তুলনায় ৩৩৩ কোটি ৭০ লাখ ২১ হাজার ৬৮০ টাকা বা ৮.৮৯ শতাংশ বেশি। আগের সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৭৫২ কোটি ৪২ লাখ ৪২ হাজার ৫০০ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

গত সপ্তাহে  ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ১৬২ দশমিক ৬৫ পয়েন্ট কমেছে। তার আগের সপ্তাহে এই সূচক ৭৬ দশমিক ৬৯ পয়েন্ট কমেছিল।

গত সপ্তাহে বাজারে লেনদেন শুরু হয়েছিল সূচকের অবস্থান ৫ হাজার ৬৪৭ দশমিক ৬৭ পয়েন্ট থেকে। সপ্তাহ শেষে তা কমে দাঁড়ায় ৫ হাজার ৪৮৫ দশমিক ০২ পয়েন্টে।

গত সপ্তাহে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৬৩ দশমিক ০৪ পয়েন্ট কমেছে। আগের সপ্তাহে তা ১৭ দশমিক  ৪৭ পয়েন্ট কমেছিল।

সপ্তাহের ব্যবধানে ডিএসই এস বা শরীয়াহ সূচক কমেছে ২৪ দশমিক ৯৭ পয়েন্ট। আগের সপ্তাহে সূচকটি ১৯ দশমিক ০৯ পয়েন্ট কমেছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৭০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে  ২৪টির, কমেছে  ২৫২টির। আর  ৯১টির দাম ছিল অপরিবর্তিত। অর্থাৎ লেনদেনে অংশ নেওয়া ৬৮ ভাগ শেয়ার মূল্য হারিয়েছে গত সপ্তাহে। মূল্য বেড়েছে মাত্র ৬ শতাংশের।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.