অবশেষে জুটি ভাঙলেন তাইজুল

ঢাকা টেস্টে টস ভাগ্য যায়নি বাংলাদেশের পক্ষে। সঙ্গে যায়নি দিনের প্রথম ঘন্টাও। টসে জিতে ব্যাটিং করতে নামা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের কোনো প্রকার বিপদে ফেলতে পারেনি স্বাগতিক দলের বোলারররা। তবে লাঞ্চ বিরতির আধা ঘন্টা আগে বাংলাদেশের হয়ে প্রথম আঘাত আনেন তাইজুল ইসলাম। ২১ ওভার শেষে ১ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ৬৬ রান। সাজঘরে ফিরেছেন জন ক্যাম্পবেল।

তিনটি পরিবর্তন নিয়ে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানের জায়গায় সুযোগ পাওয়া আবু জায়েদ রাহিকে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা শুরু থেকেই অনায়েসে খেলেছেন ব্রাথওয়েট এবং ক্যাম্পবেল। প্রথম ঘন্টায় বাকি ৩ স্পিনারকেও সুবিধা করতে দেননি।

প্রথম টেস্টের মতো এই টেস্টেও ওভারে ২-১টি বাজে বল করেছেন বোলাররা। যার সুযোগ পুরোপুরি লুফে নেন প্রতিপক্ষ ওপেনাররা। তবে একবার লেগ বিফরের ফাঁদে পরে আউট হলেও রিভিউ নিয়ে বেঁচেছিলেন ক্যাম্পবেল। কিন্তু দলীয় ৬৬ রানে তাইজুলকে সুইপ করতে গিয়ে লেগ বিফরের ফাঁদে পরেন তিনি। সে সময় রিভিউ নিলেও সাজঘরে ফিরতে হয় তাকে।

বাংলাদেশ একাদশ- মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল খান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম ও আবু জায়েদ চৌধুরী রাহি।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.