চট্টগ্রামে আটক ৩ ভারতীয় ‘জুয়াড়ি’ রিমান্ডে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট চলাকালীন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের প্রাঙ্গন থেকে জুয়াড়ি সন্দেহে তিন ভারতীয়কে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা সংস্থা। তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন মুরাদের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। মূলত আন্তর্জাতিক জুয়াড়ি চক্রের সঙ্গে জড়িত সন্দেহে চট্টগ্রাম টেস্টের চতুর্থদিন তাদের আটক করে গোয়েন্দা সংস্থার সদস্যরা। এরপর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গত ৬ ফেব্রুয়ারি বেলা আড়াইটার সময় জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের মূল প্রবেশপথে গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের আটক করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা। আটককৃত তিন ভারতীয় নাগরিক হলেন- সুনীল কুমার (৩৮), চ্যাটান শর্মা (৩৩) ও সানী ম্যাগু (৩২)।

এ প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা ও মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান জানিয়েছেন, আদালত আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের সাত দিন করে রিমান্ডে চেয়ে আবেদন করেছিল।

 

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.