টিকা নিয়ে বিচারকাজ পরিচালনা করছি, সমস্যা হচ্ছে না: প্রধান বিচারপতি

করোনার টিকা নিয়েছি। টিকা নেওয়ার পর আজ বিচারকাজ পরিচালনা করছি। কোনও সমস্যা হচ্ছে না জানিয়ে করোনা মহামারি থেকে বাঁচতে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুটি দেওয়ানি মামলার পক্ষগণ নিজেদের মধ্যে সমঝোতা করে সশরীরে আপিল বিভাগে উপস্থিত হলে তাদের ও আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

প্রসঙ্গত, রোববার (৭ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত জন বিচারপতি এবং হাইকোর্টের ৪৮ জন বিচারপতি করোনার টিকা নিয়েছেন। টিকা নেওয়ার পর হাইকোর্টের বিচারপতিরা গতকালই বিচারকাজ পরিচালনায় অংশ নেন। আর প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতি সকাল সাড়ে ৯টা থেকে বেলা সোয়া একটা পর্যন্ত বিচারকাজ পরিচালনা করে বিকালে টিকা নেন। প্রধান বিচারপতি সস্ত্রীক শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে টিকা গ্রহণ করেন।

অর্থসূচক/আরএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.