আল-জাজিরার প্রতিবেদনের উদ্দেশ্য তদন্তের আহ্বান

বাংলাদেশকে নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার করা প্রতিবেদনের উদ্দেশ্য তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল।

আজ রোববার (০৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

এম এ আউয়াল বলেন, ২০১৩ সালে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে আল-জাজিরা হতাহত নিয়ে বিভ্রান্তকর তথ্য দিয়েছিল। বাংলাদেশ নিয়ে তারা সবসময়ই মিথ্যা তথ্য প্রচার করে বলেও দাবি করেন তিনি। তাই আল-জাজিরার সাম্প্রতিক প্রতিবেদন নিয়ে সরকারের অধিকতর তদন্ত করা উচিত বলে মত তার।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীও সবসময় বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে। তাই তাদেরকে নিষিদ্ধ করা সময়ের দাবি।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.