মোসাদ্দেকের সতীর্থ বহিষ্কার

চলছে আবুধাবি টি-টেন লিগের চতুর্থ আসর। আসরের অন্যতম একটি ফ্র্যাঞ্চাইজি মারাঠা অ্যারাবিয়ান্সের অধিনায়কের দায়িত্ব পালন করছেন বাংলাদেশি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। সন্দেহজনক কার্যকলাপের কারণে তাঁর দলেরই সতীর্থ ভারতীয় ক্রিকেটার স্যান্ডি সিংকে লিগ থেকে বহিষ্কার করা হয়েছে।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিট আকসু থেকে প্রতিটি দলের ক্রিকেটারদের টুর্নামেন্ট শুরুতেই সন্দেহজনক কার্যকলাপে জড়িত লোকদের থেকে দূরে থাকতে বলা হয়েছিল। তবে স্যান্ডি তা মানেননি।

আইসিসির দুর্নীতি দমন ইউনিটের সন্দেহ হয় স্যান্ডির কার্যকলাপে। একটি সূত্রে জানা যায়, স্যান্ডি টি-টেন টুর্নামেন্টে খেলার জন্য আবুধাবিতে গিয়েছিলেন। যদিও কোনো ম্যাচে মাঠে নামা হয়নি তাঁর। এই খেলোয়াড়ের ব্যাটের স্পন্সরই তাকে সন্দেহজনক কাজকর্ম করার প্রস্তাব দেয়। তবে এ ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি টি-টেন ক্রিকেটের আয়োজক কিংবা মারাঠা কর্তৃপক্ষ।

মারাঠা দলে মোসাদ্দেক ছাড়াও মুক্তার আলী ও সোহাগ গাজী খেলছেন শুরু থেকেই। এছাড়াও টুর্নামেন্টটিতে পুনে ডেভিলসের অধিনায়ক হিসেবেই মাঠ মাতাচ্ছেন নাসির হোসেন। আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসানরা এই লিগে খেলছেন বেঙ্গল টাইগার্সের হয়ে।

সর্বমোট আটটি দল অংশ নিয়েছে টি-টেন লিগে। সেগুলো হলো- টিম আবুধাবি, মারাঠা অ্যারাবিয়ান্স, বাংলা টাইগার্স, ডেকান গ্ল্যাডিয়েটর্স, কালান্দার্স, দিল্লি বুলস, নর্দার্ন ওয়ারিয়র্স ও পুনে ডেভিলস। ইতোমধ্যেই প্রথম রাউন্ডের খেলা সম্পূর্ণ হয়ছে। গত ২৮ জানুয়ারি থেকে মাঠে গড়ানো লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.