নোবেলের কণ্ঠের প্রশংসায় আসিফ আকবর

বাংলাদেশের তরুণ সঙ্গীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। ভারতের একটি বেসরকারি টেলিভিশনের রিয়েলিটি শোতে অংশ নিয়ে তুমুল আলোচনায় আসেন তিনি। পরে নানা কারণে সমালোচনার শিকার হন। কিছু কিছু মন্তব্যে অহংকার প্রকাশ পাওয়ায় এ সমালোচনা। ফলে ভক্তরাও নোবেলকে পছন্দের তালিকা থেকে বাদ দিতে থাকেন। এরপরই নোবেল প্রকাশ করেন মৌলিক গান ‘অভিনয়’। গানটি তাকে নতুন করে পরিচয় করিয়ে দেয় দর্শকদের কাছে।

নোবেলও তার অতীত মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থণা করেন। নতুন উদ্যমে সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যাবেন বলে জানান।

এই নোবেলকে নিয়ে এবার গানের যুবরাজ আসিফ বললেন, ‘নোবেলের কণ্ঠ আমাদের সম্পদ।’এই ছেলেটা আনপ্রেডিক্টেবল। ও কখন কি করে বসে জানিনা। ভাল গার্ডিয়ানশিপ হয়তো এখন পেয়েছে। সাউন্ডটেক নোবেলের গান প্রডিউস করছে, আমি খুশী। নোবেলের নাট আর বল্টু’র সমন্বয়টা আদৌ হবে কিনা জানিনা। এখন এই মুহূর্তে তাকে বাধ্য হয়েই ভালোবাসি, কারণ ছেলেটা কণ্ঠ ছেড়ে গায়।’

ও প্রিয়া খ্যাত তুমুল জনপ্রিয় এই গায়ক বলেন, নোবেলের কণ্ঠে নিজের পুরনো দম খুঁজি। ওর তেজস্বী কণ্ঠ শুনতে ভাল লাগে। যা গায় দম নিয়ে গায়। মেশিন মুশিনের কাহিনী নাই। দোয়া করি নোবেল যেন অনেক বাংলা মৌলিক গান গাওয়ার সুযোগ পায়।

তিনি বলেন, রিস্ক জেনেও নোবেলের পক্ষ নিচ্ছি শুধুমাত্র তার তেজস্বী গায়কীর জন্য। নোবেলের কণ্ঠ আমাদের সম্পদ। এইবার ঠাণ্ঠা মাথায় চলবে, এই কথা দিয়েছে আমায়। আমরা কিছু বেয়ারা দোয়া করি তোমার জন্য নোবেল, শুধু গান গেয়ে যাও। ভলোবাসা অবিরাম।

গত বছরের মাঝামাঝি বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পীদের ‘হেয়’ করে মন্তব্য করেছিলেন নোবেল। পরে এ নিয়ে বিভিন্নজনের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। র‍্যাবও তাকে ডেকে নেয়। যেখানে তিনি বলেন, নিজের আসন্ন গান ‘তামাশা’র প্রচারে এমনটা করেছেন। সে যাত্রায় ক্ষমা চেয়ে র‍্যাবের কাছে লিখিত দিয়ে আসেন তিনি।

এদিকে নোবেল দেশের শীর্ষ সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। বছরে বেশ কিছু মৌলিক গান এই লেবেল থেকে প্রকাশ করবেন নোবলে।

অর্থসূচক/এএ/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.