গোপনে ইসরায়েলি ব্যবসায়ীকে সুবিধা দিয়েছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ছাড়ার আগে ট্রাম্প ইসরায়েলি ব্যবসায়ী ড্যান গ্যার্টলারের উপর থাকা মার্কিন নিষেধাজ্ঞা সহজ করে দেন৷ গ্যার্টলারের উপর আবারও পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে দুটি মানবাধিকার সংস্থা৷

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলার সঙ্গে বন্ধুত্বের খাতিরে সে দেশের সঙ্গে কয়েকটি খনি চুক্তি করতে পেরেছিলেন গ্যার্টলার৷ সেগুলোকে ‘অস্বচ্ছ ও দুর্নীতিগ্রস্ত চুক্তি’ আখ্যায়িত করে ২০১৭ সালের ডিসেম্বরে গ্যার্টলারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল মার্কিন অর্থ মন্ত্রণালয়৷ সেই সময় মন্ত্রণালয় বলেছিল, গ্যার্টলারের প্রতারণার কারণে কঙ্গো দশ বছরে ১.৪ বিলিয়ন ডলার বা ১১ হাজার ৮৬৩ কোটি টাকা রাজস্ব হারিয়েছে৷

নিষেধাজ্ঞার কারণে গ্যার্টলার মার্কিন নাগরিক, ব্যবসায়ী ও ব্যাংকের সঙ্গে ব্যবসা করতে পারতেন না, বিশেষ করে ডলারে লেনদেন করতে পারতেন না৷ কঙ্গোতে বিশ্বের সবচেয়ে বেশি কোবাল্ট আছে৷ এছাড়া তামা, হীরা, সোনা ও টিনের খনিও আছে৷

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্কিত আইনি প্রতিষ্ঠানকে কাজে লাগিয়েছেন গ্যার্টলার৷ বিশেষ করে ট্রাম্পের বিরুদ্ধে প্রথমবার অভিশংসন প্রক্রিয়া চলার সময় ট্রাম্পের পক্ষে লড়া অ্যালান ডরশোউইৎসকে নিয়োগ দিয়েছিলেন গ্যার্টলার৷ ডরশোউইৎস-সহ গ্যার্টলারের আইনজীবী দল অর্থ মন্ত্রণালয়ের ‘অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল’ বা ওএফএসি-র সঙ্গে লবি করেছে৷ অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ ও বাস্তবায়নের কাজ দেখাশোনা করে ওএফএসি৷

ট্রাম্প প্রশাসনের শেষের দিকে মার্কিন অর্থ মন্ত্রণালয় গ্যার্টলারকে একটি লাইসেন্স প্রদান করে, যার ঘোষণা প্রকাশ্যে দেয়া হয়নি৷ এই লাইসেন্স গ্যার্টলারের নাম নিষেধাজ্ঞার তালিকা থেকে পুরোপুরি মুছে না দিলেও ইসরায়েলি ঐ ব্যবসায়ীকে লেনদেনের অনুমতি দিয়েছে৷ তবে গ্যার্টলারকে প্রতি ৯০ দিনে একবার আর্থিক কর্মকাণ্ডের বিস্তারিত জানাতে হবে৷ এই লাইসেন্স দেয়ায় গ্যার্টলার ওএফএসির প্রতি কৃতজ্ঞ বলে এক বিবৃতিতে জানিয়েছেন তার মুখপাত্র৷

ওয়াশিংটনের দুর্নীতিবিরোধী সংস্থা ‘দ্য সেন্ট্রি’ (অভিনেতা জর্জ ক্লুনি যার সহপ্রতিষ্ঠাতা) ও মানবাধিকার গ্রুপ ‘গ্লোবাল উইটনেস’ গ্যার্টলারের বিরুদ্ধে পুনরায় পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করতে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে৷

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র সোমবার জানান, বাইডেন প্রশাসন বিষয়টি সম্পর্কে অবগত আছে৷ এর বাইরে আর কিছু তিনি বলেননি৷ সূত্র: এএফপি, রয়টার্স

অর্থসূচক/এএইচআর

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.