টিকা গ্রহণকারীদের ২ শতাংশের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে

দেশে গত বুধ ও বৃহস্পতিবার প্রাথমিকভাবে যে ৫৬৭ জনকে টিকা দেয়া হয়েছিল; তাদের মধ্যে ২-১ শতাংশের মধ্যে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়ার তথ্য পেয়েছে স্বাস্থ্য অধিদফতর। তবে তাদের সকলেই এখন সুস্থ বলে জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা।

নাসিমা সুলতানা বলেন, শতাংশ হিসেবে ১-২ শতাংশ মানুষের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে তারা জানিয়েছেন, তারা সুস্থ রয়েছেন। অনেকের জ্বর ছিল; একদিন পর আবার ভালো হয়ে যায়।

তবে হাঙ্গেরি কিংবা অন্য কোনো দেশকে টিকা সরবরাহের তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের কাছে নেই বলে জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.