সমাজে পিছিয়েপড়াদের পেনশনের আওতায় আনা হবে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, দেশ উন্নত হচ্ছে…ধীরে ধীরে সবাইকে সামাজিক নিরাপত্তার আওতায় নিয়ে আসা হবে। সমাজে পিছিয়ে পড়া ও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্তদের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো পেনশনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

এদের মধ্যে রয়েছে বয়স্ক, দরিদ্র, বিধবা ও শারীরিক প্রতিবন্ধী। এ লক্ষ্যে কাজ করছে সরকার।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে ৭ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আপনারা জানেন এ বছর (কোভিড ১৯) করোনার কারণে নতুন করে যারা দরিদ্র হয়েছেন তাদেরও এ সেবায় অন্তুর্ভুক্ত করার জন্য স্থানীয় সরকারকে নির্দেশনা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ধীরে ধীরে সব দিকেই উন্নয়ন হচ্ছে। সরকার দৃঢ়ভাবে করোনা মোকাবিলা করেছে। এখন করোনার ভ্যাকসিন জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে। কিছুদিনের মধ্যেই করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হবে। এ নিয়েও বিভিন্ন অপপ্রচার চলছে। যারা করোনার টিকা নিয়েছেন তারা সবাই এখন পর্যন্ত সুস্থ আছেন। একটি মহল সব সময় অপ্রচারে লিপ্ত থাকে। এদের প্রতিহত করে বঙ্গবন্ধুর আদর্শে এগিয়ে যেতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার বিকল্প নেই।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।

এর আগে মন্ত্রী সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আব্দুস ছত্তার মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে মাহফুজুর রহমান সবুজ উচ্চ বিদ্যালয় মাঠে আব্দুস ছত্তার মাস্টার স্মৃতি বৃত্তি প্রদান ও অনলাইনে বেস্ট পারফর্মার শিক্ষকদের হাতে ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেন।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.