প্রথম ম্যাচেই নাসিরের ৩ উইকেট

টি-টেন লিগে মাঠে নেমেই বল হাতে আলো ছড়িয়েছেন নাসির হোসেন। ২ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। সাজঘরে ফিরিয়েছেন মোহাম্মদ শাহজাদ, প্রশান্ত গুপ্ত এবং সুনিল নারিনকে। বোলিং এসে নাসির প্রথম ওভারেই তুলে নেন দুই উইকেট। পরের ওভারে ১৭ রান করা প্রশান্তকেও ফেরান তিনি। ২টি ছক্কা খেলেও ৫টি ডট দিয়েছেন তিনি।

টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচে টস ভাগ্যটা গিয়েছিল নাসিরের পক্ষে। টসে জিতে ডেকান গ্ল্যাডিয়েটর্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান তিনি। এই মুহূর্তে ৭ ওভারে ৪ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ ৫৪ রান।

প্রথম ওভারে মোহাম্মদ আমিরের বিপক্ষে মাত্র এক রান নিতে সক্ষম হন ডেকানের ওপেনাররা। পরের ওভারে বোলিংয়ে এসে দ্বিতীয় বলেই নারিনকে বোল্ড করেন নাসির। শেষ বলে মোহাম্মদ শাহজাদকেও প্যাভিলিয়নে পাঠান তিনি। সপ্তম ওভারে তুলে নেন প্রশান্তর উইকেট।

এর আগে দিনের প্রথম খেলায় জয় তুলে নিয়েছে মোসাদ্দেক হোসেনর মারাঠা অ্যারাবিয়ান্স। অধিনায়কের ব্যাটই জয়ের বন্দরে পৌঁছায় দলটি। ৩ বলে ৯ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। অন্যদিকে মুক্তার আলী অপরাজিত থাকেন ৪ বলে ৩ রান নিয়ে। তবে বোলিংয়ে ভালো করেছিলেন তিনি। ২ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছিলেন এক উইকেট।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.