রংপুরসহ দেশের ৬ অঞ্চলে ফের মৃদু শৈত্যপ্রবাহ

কয়েক দিন বিরতির পর রংপুর বিভাগসহ দেশের ৬ অঞ্চলে ফের মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এই শৈত্যপ্রবাহ আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলের বৃহস্পতিবারের (২৮ জানুয়ারি) সকালটা ছিল কুয়াশায় ঢাকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে দেখা মেলে সূর্যের।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সীতাকুণ্ড, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, নওগাঁ ও চুয়াডাঙ্গা অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৮ দশমিক ৩ ডিগ্রি। একদিন আগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে, ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘ফের মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আপাতত বলতে পারি, এটা আগামী ২-৩ দিন অব্যাহত থাকবে। এটা এক-দুই জায়গায় মাঝারি মাত্রায় পৌঁছতে পারে। তবে তীব্র হওয়ার কোনো আশঙ্কা নেই।’

ঢাকায় বুধবার (২৭ জানুয়ারি) বছরের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল জানিয়ে তিনি বলেন, ‘এই বছর ঢাকায় তাপমাত্রা এর নিচে নামেনি। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি।’

তিনি আরও বলেন, ‘এখন শৈত্যপ্রবাহ কিছুদিন অব্যাহত থেকে মাঝখানে আবার হয়তো তাপমাত্রা বাড়তে পারে। এরপর হয়তো আবার শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। ফেব্রুয়ারি মাসেও শৈত্যপ্রবাহ থাকবে।’

চলতি বছরের জানুয়ারি মাসে অন্যান্য সময়ের চেয়ে একটু বেশি জানিয়ে আবহাওয়াবিদ নাজমুল বলেন, ‘অন্যান্য সময় জানুয়ারি মাসে শৈত্যপ্রবাহ যে সময় ধরে থাকে, এই জানুয়ারিতে তেমন ছিল না। জানুয়ারিতে শৈত্যপ্রবাহ মৃদুই ছিল তা মাঝারি আকার ধারণ করেনি।’

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.