জীবাণু প্রতিরোধী রং আনল কানসাই নেরোল্যাক

শীর্ষস্থানীয় রং কোম্পানি কানসাই পেইন্টসের সহায়ক প্রতিষ্ঠান কানসাই নেরোল্যাক নিয়ে এলো জাপানিজ শিকউই টেকনোলোজির এ্যান্টি-ভাইরাল পেইন্ট এক্সেল ভাইরাস গার্ড। যা দেয়ালের জীবাণু প্রতিরোধ করে এবং পরিবারের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে।

জাপান ইন্ডাস্ট্রিয়াল স্টার্ন্ডাড (JIS) জেড ২৮০১ : ২০১০ পরীক্ষা অনুযায়ী এটি ১০ ধরনের ব্যাকটেরিয়া বিরুদ্ধে কার্যকর। এটি বায়ু বিশুদ্ধকরণ ক্ষমতাসম্পন্ন যা কার্বন-ডাই-অক্সাইড শোষণের মাধ্যমে বিষাক্ত পদার্থ অপসারণ করে অভ্যন্তরীণ বায়ুর মানের উন্নতি করে। এটি দেয়ালে মসৃণ ফিনিশ দেয়।

পণ্যটির উদ্বোধনি অনুষ্ঠানে কানসাই নেরোল্যাক পেইন্টস্ (বাংলাদেশ) লিমিটেড এর জেনারেল ম্যানেজার – ট্রেড সেলস্ শামীম আহমদ চৌধুরী ও আলফ্ আসরার মুহাম্মদ আরসালান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কানসাই পেইন্ট জাপানের ১০০ বছরের পুরনো সবচেয়ে বড় ও এক নাম্বার পেইন্ট কোম্পানি। ৮০টি দেশে কানসাই পেইন্ট পরিচালিত হচ্ছে। কানসাই নেরোল্যাক পেইন্টস কম ভিওসির পেইন্ট, সিসা মুক্ত, এইচডি প্রযুক্তির রঙের অগ্রদূত ও প্রবর্তক।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.