ট্রাকচাপায় প্রাণ গেল ১৫ ঘুমন্ত শ্রমিকের

রাস্তার পাশে ঘুমিয়ে থাকা ময়লাবোঝাই একটি ট্রাকচাপায় অন্তত ১৫ জন শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ (১৯ জানুয়ারি) ভোরে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের সুরাটে এ দুর্ঘটনায় ঘটেছে। স্থানীয় পুলিশের বরাতে এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।

খবরে বলা হয়েছে, সুরাট থেকে ৬০ কিলোমিটার দূরে কোসাম্বা গ্রামে কিম-মান্দভি সড়কে এ দুর্ঘটনা ঘটে। আখবোঝাই একটি ট্রাক্টকের সঙ্গে সংঘর্ষের পর ময়লাবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন আরও অন্তত পাঁচজন। হতাহতরা সবাই রাজস্থানের বাসিন্দা।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে লেখেন, সুরাটে ট্রাক দুর্ঘটনায় প্রাণ হারানোর ঘটনা মর্মান্তিক। নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনা করি।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.