মার্জিন ঋণে সুদের হার কমছে

পুঁজিবাজারে মার্জিন ঋণের সুদের হার শিগগিরই কমে আসবে। এ লক্ষ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মার্জিন ঋণের সর্বোচ্চ সুদের হার বেঁধে দিয়েছে। বিএসইসির নির্দেশনা অনুসারে, কোনো প্রতিষ্ঠান মার্জিন ঋণের জন্য ১২ শতাংশের বেশি সুদ নিতে পারবে না।

আজ বুধবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৭তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, কোনোভাবে কোনো প্রতিষ্ঠান মার্জিন ঋণের তহবিল ব্যবস্থাপনা ব্যয়ের চেয়ে ৩ শতাংশের বেশি ব্যবধান রাখতে পারবে না।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.